ঢাকা , বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
ত্রৈমাসিক চলনবিলের সময় পত্রিকার প্রিন্ট,অনলাইন ও মাল্টিমিডিয়া  জরুরি  সংবাদকর্মী আবশ্যক। আবেদন করুন- ই-মেইলে onlynews.calo@gmail.com

লঞ্চ ঘাটে তরুণীদের মারধর, সেই যুবক আটক

মুন্সীগঞ্জ লঞ্চে বেল্ট দিয়ে দুই তরুণীকে প্রকাশ্যে পেটানোর অভিযোগে নেহাল আহমেদ জিহাদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১০ মে) দুপুর দেড়টার দিকে তাকে আটক করা হয়।

আটক নেহাল আহমেদ জিহাদ মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার মনির হোসেনের ছেলে।

এর আগে শুক্রবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জে এমভি ক্যাপ্টেন নামের একটি লঞ্চে এ ঘটনা ঘটে। এ সময় দুই তরুণীকে পেটানোর ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং লঞ্চের যাত্রীদের নিরাপদে চলে যেতে সহায়তা করে। পরবর্তীতে আজ দুপুরে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ অভিযুক্ত নেহাল আহমেদ জিহাদকে আটক করে থানা হেফাজতে রেখেছে।

এ বিষয়ে জানতে চাইলে আটক নেহাল আহমেদ জিহাদ বলেন, আমি মারধরের ঘটনায় অনুতপ্ত এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আমি নিজেই থানায় এসে আত্মসমর্পণ করি।

তিনি আরও বলেন, স্থানীয় ২০০/৩০০শ লোক তাদের আচরণ ও চলাফেরায় ক্ষিপ্ত হয়ে আক্রমণ করতে চলে আসে। আমি তাদের নিবৃত্ত করতে ভাই হিসেবে শাসন করেছি। মেয়েগুলোকে রক্ষার্থে আমি শাসন করেছি। এটা আমার করা উচিত হয়নি। আবার আমি এটা না করলে মানুষজন নারীদের জামাকাপড় টেনে খুলে ফেলত। আরও বেশি হেনস্তা করত। তাছাড়া স্থানীয়দের কাছ থেকে অন্তত ৯টি মোবাইল আমি তাদের উদ্ধার করে দিয়েছি।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম বলেন, আটক যুবকের বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। এ ছাড়া পলাতক অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। তবে ভুক্তভোগীরা এখনো কোনো অভিযোগ করেনি। তারা জানিয়েছে আজ অভিযোগ করবে।

নিউজ ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধারের নামে ঋণের ফাঁদ পা দিলেই মাথায় হাত কেরানীগঞ্জের গ্রামে গ্রামে ঋণজাল

লঞ্চ ঘাটে তরুণীদের মারধর, সেই যুবক আটক

আপলোড সময় : ০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

মুন্সীগঞ্জ লঞ্চে বেল্ট দিয়ে দুই তরুণীকে প্রকাশ্যে পেটানোর অভিযোগে নেহাল আহমেদ জিহাদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১০ মে) দুপুর দেড়টার দিকে তাকে আটক করা হয়।

আটক নেহাল আহমেদ জিহাদ মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার মনির হোসেনের ছেলে।

এর আগে শুক্রবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জে এমভি ক্যাপ্টেন নামের একটি লঞ্চে এ ঘটনা ঘটে। এ সময় দুই তরুণীকে পেটানোর ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং লঞ্চের যাত্রীদের নিরাপদে চলে যেতে সহায়তা করে। পরবর্তীতে আজ দুপুরে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ অভিযুক্ত নেহাল আহমেদ জিহাদকে আটক করে থানা হেফাজতে রেখেছে।

এ বিষয়ে জানতে চাইলে আটক নেহাল আহমেদ জিহাদ বলেন, আমি মারধরের ঘটনায় অনুতপ্ত এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আমি নিজেই থানায় এসে আত্মসমর্পণ করি।

তিনি আরও বলেন, স্থানীয় ২০০/৩০০শ লোক তাদের আচরণ ও চলাফেরায় ক্ষিপ্ত হয়ে আক্রমণ করতে চলে আসে। আমি তাদের নিবৃত্ত করতে ভাই হিসেবে শাসন করেছি। মেয়েগুলোকে রক্ষার্থে আমি শাসন করেছি। এটা আমার করা উচিত হয়নি। আবার আমি এটা না করলে মানুষজন নারীদের জামাকাপড় টেনে খুলে ফেলত। আরও বেশি হেনস্তা করত। তাছাড়া স্থানীয়দের কাছ থেকে অন্তত ৯টি মোবাইল আমি তাদের উদ্ধার করে দিয়েছি।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম বলেন, আটক যুবকের বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। এ ছাড়া পলাতক অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। তবে ভুক্তভোগীরা এখনো কোনো অভিযোগ করেনি। তারা জানিয়েছে আজ অভিযোগ করবে।