1. admin@handiyalnews24.com : admin :
  2. tenfapagci1983@coffeejeans.com.ua : cherielkp04817 :
  3. ivan.ivanovnewwww@gmail.com : leftkisslejour :
   
চাটমোহর,পাবনা রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:০৪ পূর্বাহ্ন

র‍্যাব কর্তৃক হেরোইনসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাবনা প্রতিনিধি, হান্ডিয়াল নিউজ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪ , ১০.১৩ অপরাহ্ণ
  • ৯৬ বার পড়া হয়েছে

পাবনার ফরিদপুরে র‌্যাবের অভিযানে হেরোইনসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গত সোমবার (১৫ জানুয়ারি) র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২,সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় গত ১৫/১/২০২৪ খ্রিঃ ২০.২৫ ঘটিকায় কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খানের নেতৃত্বে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোপন সূত্রে জানতে পারে যে, পাবনা জেলার ফরিদপুর থানাধীন সোনাহারা (দক্ষিণপাড়া) এলাকায় দুই জন মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে।

সেই মোতাবেক অত্র ক্যাম্পের একটি আভিযানিক দল পাবনা জেলার ফরিদপুর থানাধীন সোনাহারা (দক্ষিণপাড়া) সাকিনস্থ সোনাহারা দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে গোপালনগর বাজার হইতে নারায়নপুর বাজারগামী পাকা রাস্তার উপর’ অভিযান পরিচালনা করে ১৫০ গ্রাম হেরোইন,১ জোড়া স্যান্ডেল,২টি মোবাইল,৩টি সিমকার্ড এবং নগদ ১,৯৭০ টাকাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। উক্ত আসামীদ্বয় স্যান্ডেলের ভিতরে বিশেষ কায়দায় হেরোইন বহন করে আসছিল।

ধৃত আসামীরা হলেন,মোঃ পারভেজ রুবেল (৩২), পিতা-গোলজার, সাং-মাসুয়াঘাটা, থানা-ফরিদপুর, জেলা-পাবনা ০২। মোঃ মিকাইল হোসেন (৪৭), পিতা-নজরুল ইসলাম, সাং-সরমংলা আমতলা, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাদের ফরিদপুর থানায় হস্তান্তর করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।