সোমবার (২২ জানুয়ারী) রাত ০৩.৩০ ঘটিকায় র্যাব-১২’র সদর কোম্পানি ও র্যাব-২, সিপিসি-৩, আগারগাঁও এর একটি যৌথ আভিযানিক দল র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা শাখার সহযোগিতায় “সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন বাঘাবাড়ী ব্রীজের দক্ষিণ পার্শ্বে বাসষ্ট্যান্ড এলাকা হতে ওই আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি মোঃ কবির হোসেন পাবনা জেলার ফরিদপুর থানার পাছপুংগলী গ্রামের মো. আলম ফকিরের ছেলে।
র্যাব জানায়, মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ২২ জানুয়ারি ২০২৪ খ্রিঃ রাত ০৩.৩০ ঘটিকায় র্যাব-১২’র সদর কোম্পানি ও র্যাব-২, সিপিসি-৩, আগারগাঁও এর একটি যৌথ আভিযানিক দল র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা শাখার সহযোগিতায় “সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন বাঘাবাড়ী ব্রীজের দক্ষিণ পার্শ্বে বাসষ্ট্যান্ড এলাকায়” একটি অভিযান পরিচালনা করে ‘নারী ও শিশু ১৩/২২, পিটিশন নং-১৮০/২১, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১) ধারায়’ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ০১ জন আসামি গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পাবনা জেলার ফরিদপুর থানার অফিসার ইনচার্জ এর নিকট সোপর্দ করা হয়েছে।