নাটোর সদর উপজেলার চর তেবাড়িয়া গ্রামে চিকিৎসার নামে প্রতারিত করে অর্থ আত্মসাতের অভিযোগে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৪ ডিসেম্বর) রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি তেবাড়িয়া গ্রামের আব্দুস সামাদ ফকিরের ছেলে মো. আব্দুস ছাত্তার ফকির (৫০)।
এ বিষয়ে অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, বুধবার রাতে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুস ছাত্তার ফকির ডাক্তার না হয়েও নানা রোগের চিকিৎসার নামে সাধারণ মানুষকে প্রতারিত করছেন। আটককৃত ফকিরের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা দায়ের করা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম