রাজশাহী কারাগারে এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্বে) আব্দুল জলিল বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন। এর আগে বুধবার (৩০ নভেম্বর) রাত ১০টা এক মিনিটে ওই আসামির ফাঁসি কার্যকর করা হয়।
ফাঁসি কার্যকর হওয়া ব্যক্তি হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমতলা গ্রামের খলিলুর রহমানের ছেলে রকিবর রহমান ওরফে ওকিব।
জানা গেছে, ১৯৯৯ সালের একটি খুনের মামলায় রকিবরের মৃত্যুদণ্ড দেন আদালত। পরে প্রাণভিক্ষার আবেদন করেন রাষ্ট্রপতির কাছে। তবে আবেদন নাকচ হলে বুধবার রাতে বিধি মেনে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়।
এ বিষয়ে সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, বুধবার রাতে রকিবর রহমানের ফাঁসি কার্যকর করা হয়েছে। পরে মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। ইতোমধ্যে কারাবিধি মেনে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম