ঢাকা , বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
ত্রৈমাসিক চলনবিলের সময় পত্রিকার প্রিন্ট,অনলাইন ও মাল্টিমিডিয়া  জরুরি  সংবাদকর্মী আবশ্যক। আবেদন করুন- ই-মেইলে onlynews.calo@gmail.com

রাজশাহীতে শায়িত হবেন পাইলট তৌকির

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের মরদেহ রাজশাহীতেই দাফন করা হবে। ইতিমধ্যেই তাকে দাফন করার জন্য কবর খননের কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকেই কবর প্রস্তুতের কাজ শুরু হয়েছে।

নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ডাকনাম সাগর। তাদের পরিবার রাজশাহী নগরের উপশহর ৩ নম্বর সেক্টরের আশ্রয় ভবন নামে একটি বাসায় ভাড়া থাকে। তার বাবা তহুরুল ইসলাম, মা সালেহা খাতুন, বোন সৃষ্টি ও ভগ্নিপতি সেই বাড়িতে থাকতেন। বাবা আমদানি–রপ্তানির ব্যবসা করেন। তাদের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকায়।

নিহতের চাচা মতিউর রহমান জানান, মঙ্গলবার মৃত্যুর খবর শোনার পর সাগরের পরিবারকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার দুপরে ঢাকায় প্রথম জানাজা শেষে লাশ রাজশাহীতে আনা হবে। এরপর দুপরে রাজশাহী সপুরা কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। এর আগে রাজশাহী উপশহর ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, গত বছর তার বিয়ে হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় আনুষ্ঠানিকতা শেষ করেন তারা। তৌকিরের স্ত্রী বর্তমানে ঢাকার ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন।

সরেজমিনে নগরীর উপশহর এলাকায় অবস্থিত সপুরা গোরস্তানে গিয়ে দেখা যায়, গোরস্তান মসজিদের পাশে তার কবর খনন করা হচ্ছে। কবর খননকারীরা বলেন, এটি হবে পাইলট সাগরের কবর। সকাল থেকেই আমরা কয়েকজন কবর প্রস্তুতির কাজ শুরু করছি।

মর্মান্তিক এ ঘটনায় শোক জানিয়ে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

এর আগে, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। বিমানটিতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির একাকী আকাশে উড়েছিলেন।

নিউজ ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধারের নামে ঋণের ফাঁদ পা দিলেই মাথায় হাত কেরানীগঞ্জের গ্রামে গ্রামে ঋণজাল

রাজশাহীতে শায়িত হবেন পাইলট তৌকির

আপলোড সময় : ০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের মরদেহ রাজশাহীতেই দাফন করা হবে। ইতিমধ্যেই তাকে দাফন করার জন্য কবর খননের কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকেই কবর প্রস্তুতের কাজ শুরু হয়েছে।

নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ডাকনাম সাগর। তাদের পরিবার রাজশাহী নগরের উপশহর ৩ নম্বর সেক্টরের আশ্রয় ভবন নামে একটি বাসায় ভাড়া থাকে। তার বাবা তহুরুল ইসলাম, মা সালেহা খাতুন, বোন সৃষ্টি ও ভগ্নিপতি সেই বাড়িতে থাকতেন। বাবা আমদানি–রপ্তানির ব্যবসা করেন। তাদের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকায়।

নিহতের চাচা মতিউর রহমান জানান, মঙ্গলবার মৃত্যুর খবর শোনার পর সাগরের পরিবারকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার দুপরে ঢাকায় প্রথম জানাজা শেষে লাশ রাজশাহীতে আনা হবে। এরপর দুপরে রাজশাহী সপুরা কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। এর আগে রাজশাহী উপশহর ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, গত বছর তার বিয়ে হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় আনুষ্ঠানিকতা শেষ করেন তারা। তৌকিরের স্ত্রী বর্তমানে ঢাকার ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন।

সরেজমিনে নগরীর উপশহর এলাকায় অবস্থিত সপুরা গোরস্তানে গিয়ে দেখা যায়, গোরস্তান মসজিদের পাশে তার কবর খনন করা হচ্ছে। কবর খননকারীরা বলেন, এটি হবে পাইলট সাগরের কবর। সকাল থেকেই আমরা কয়েকজন কবর প্রস্তুতির কাজ শুরু করছি।

মর্মান্তিক এ ঘটনায় শোক জানিয়ে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

এর আগে, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। বিমানটিতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির একাকী আকাশে উড়েছিলেন।