রাজশাহীর বহুতল শপিং কমপ্লেক্স ভবন ‘থিম ওমর প্লাজায়’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ মে) দুপুর ১টার দিকে ভবনের একটি কক্ষ থেকে এই আগুনের সূত্রাপাত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আবু সামা।
তিনি বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। আমরা ঘটনাস্থলে আছি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম