ঢাকা , মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
ত্রৈমাসিক চলনবিলের সময় পত্রিকার প্রিন্ট,অনলাইন ও মাল্টিমিডিয়া  জরুরি  সংবাদকর্মী আবশ্যক। আবেদন করুন- ই-মেইলে onlynews.calo@gmail.com

রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয় এখন তরমুজের হাট

ছবি: সংগৃহীত

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বসেছে তরমুজের হাট। পাইকারি বিক্রেতাদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা প্রথম রমজান থেকেই এ জায়গায় তরমুজ বিক্রি করছেন।

সোমবার (৩ মার্চ) দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, বিভিন্ন পাইকারি ও খুচরা ক্রেতারা এসে পছন্দমতো তরমুজ কিনছেন হাট থেকে। প্রতি কেজি তরমুজ ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ক্রেতারা প্রথম রমজান থেকেই এখানে স্বল্পমূল্যে তরমুজ কিনে স্বস্তি প্রকাশ করেছেন। খোলামেলা জায়গাটি কেনা-বেচার জন্য সুবিধাজনক বলে মনে করছেন ব্যবসায়ীরা। হাটে পাইকারি ও খুচরা দু’ভাবেই বিক্রি হচ্ছে তরমুজ। সবমিলিয়ে জমজমাট হয়ে উঠেছে হাটটি।

জানা যায়, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাজবাড়ী প্রেসক্লাবের পেছনে বাংলাদেশ রেলওয়ে হাসপাতালের রাস্তা ও রেলের কোয়াটার অবৈধভাবে দখলে নিয়ে জেলা আওয়ামী লীগের অফিস হিসেবে ব্যবহার করে আসছে।

গত ৫ আগস্ট সকাল পর্যন্তও এ অফিসে বসেই দেশবিরোধী সব ফ্যাসিস্ট পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

এদিকে জুলাই অভ্যুত্থানে ছাত্রজনতাকে পেটানোর জন্য ওই ভবনের অফিসেই জমা ছিল লগি-বৈঠা ও অবৈধ অস্ত্র। একই সঙ্গে জায়গাটি রাখা হয়েছিল সর্বোচ্চ সুরক্ষিত।

তবে ৫ আগস্ট বিকেলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ওই অফিসটি জ্বালিয়ে দেয়। পরদিন থেকে জেলা আওয়ামী লীগের অফিসটি মানুষের মল-মূত্র ত্যাগের নিরাপদ স্থানে পরিণত হয়।

 

নিউজ ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধারের নামে ঋণের ফাঁদ পা দিলেই মাথায় হাত কেরানীগঞ্জের গ্রামে গ্রামে ঋণজাল

রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয় এখন তরমুজের হাট

আপলোড সময় : ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বসেছে তরমুজের হাট। পাইকারি বিক্রেতাদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা প্রথম রমজান থেকেই এ জায়গায় তরমুজ বিক্রি করছেন।

সোমবার (৩ মার্চ) দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, বিভিন্ন পাইকারি ও খুচরা ক্রেতারা এসে পছন্দমতো তরমুজ কিনছেন হাট থেকে। প্রতি কেজি তরমুজ ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ক্রেতারা প্রথম রমজান থেকেই এখানে স্বল্পমূল্যে তরমুজ কিনে স্বস্তি প্রকাশ করেছেন। খোলামেলা জায়গাটি কেনা-বেচার জন্য সুবিধাজনক বলে মনে করছেন ব্যবসায়ীরা। হাটে পাইকারি ও খুচরা দু’ভাবেই বিক্রি হচ্ছে তরমুজ। সবমিলিয়ে জমজমাট হয়ে উঠেছে হাটটি।

জানা যায়, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাজবাড়ী প্রেসক্লাবের পেছনে বাংলাদেশ রেলওয়ে হাসপাতালের রাস্তা ও রেলের কোয়াটার অবৈধভাবে দখলে নিয়ে জেলা আওয়ামী লীগের অফিস হিসেবে ব্যবহার করে আসছে।

গত ৫ আগস্ট সকাল পর্যন্তও এ অফিসে বসেই দেশবিরোধী সব ফ্যাসিস্ট পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

এদিকে জুলাই অভ্যুত্থানে ছাত্রজনতাকে পেটানোর জন্য ওই ভবনের অফিসেই জমা ছিল লগি-বৈঠা ও অবৈধ অস্ত্র। একই সঙ্গে জায়গাটি রাখা হয়েছিল সর্বোচ্চ সুরক্ষিত।

তবে ৫ আগস্ট বিকেলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ওই অফিসটি জ্বালিয়ে দেয়। পরদিন থেকে জেলা আওয়ামী লীগের অফিসটি মানুষের মল-মূত্র ত্যাগের নিরাপদ স্থানে পরিণত হয়।