রাজধানীর আগারগাঁও এলাকায় একটি মাইক্রোবাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার নাজমা আক্তার।
তিনি বলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগারগাঁও এলাকার ব্যস্ত সড়কে একটি মাইক্রোবাসে আগুন লাগার খবর পাই। পরে মোহাম্মদপুর স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নাজমা আক্তার বলেন, কীভাবে মাইক্রোবাসটিতে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতেরও কোন ঘটনা ঘটেনি।