1. admin@handiyalnews24.com : admin :
  2. tenfapagci1983@coffeejeans.com.ua : cherielkp04817 :
  3. ivan.ivanovnewwww@gmail.com : leftkisslejour :
   
চাটমোহর,পাবনা রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন

রমজানে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের প্রতি মন্ত্রীর কঠোর হুঁশিয়ারি

হান্ডিয়াল নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩ , ১০.২১ অপরাহ্ণ
  • ১৪৬ বার পড়া হয়েছে
ছবি সংগৃহীত

রমজানে কৃত্রিম সংকট তৈরিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। ১ কোটি পরিবারের মধ্যে ন্যায্য মূল্যে খাদ্য সামগ্রী বিক্রি করবে সরকার।

শুক্রবার (১৭ মার্চ) বিকেলে শরীয়তপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

রমজানে ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রমজানে দেশের ১ কোটি পরিবারের মধ্যে ন্যায্য মূল্যে খাদ্য সামগ্রী বিক্রি করবে সরকার। এর বাইরেও রমজানে জেলা পর্যায়ে ছোলা ও শহরে ন্যায্য মূল্যে খেজুর বিক্রি করা হবে। এসময় ক্রেতাদেরও অতি উৎসাহী হয়ে প্রয়োজনের অধিক খাদ্য পণ্য ক্রয় থেকে বিরত থাকার অনুরোধ জানান বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এর আগে বিকেল ৫ টায় ডামুড্যায় স্মার্ট ভিলেজ এক্সপো উদ্বোধন করেন।

এক্সপোতে দেশি-বিদেশি ৬৫ টি ই-কমার্স ভিত্তিক উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশনেয়। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ই-ক্যাবের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমালসহ অনেকে।

এই সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।