ঢাকা , রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
ত্রৈমাসিক চলনবিলের সময় পত্রিকার প্রিন্ট,অনলাইন ও মাল্টিমিডিয়া  জরুরি  সংবাদকর্মী আবশ্যক। আবেদন করুন- ই-মেইলে onlynews.calo@gmail.com

‘মেয়েদের মোহরানা কমিয়ে বিয়ে সহজ করা উচিত’

রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, ৫ আগস্টের পর বিশ্ববিদ্যালয়ে গণবিবাহের আয়োজনই বলে দেয় বিয়ে করাটা কত কঠিন হয়ে গেছে। মেয়েদের মোহরানা কমিয়ে বিয়ে করাটা সহজ করা উচিত।

সোমবার (১৪ জুলাই) দুপুরে রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনা ভবনের স্পেকট্রাম কনফারেন্স রুমে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব বলেন তিনি। বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

খোন্দকার আজিম আহমেদ বলেন, এখন প্রায় সবারই একটা করে সন্তান হচ্ছে। দুটি মানুষের একটি সন্তান, এটা অনেকটাই কম। এটাকে বাড়ানো উচিত। স্কুলের তুলনায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে পরিবার পরিকল্পনা বিষয়ক সচেতনতা বাড়ানো জরুরি। কিশোর-কিশোরীদের নিয়ে ক্রিকেট, ফুটবল এবং পরিবেশ বিষয়ে ক্লাব করতে হবে। ওরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাবে, জ্ঞান আহরণ করবে এবং জনস্বার্থে কাজ করবে। এ সময় সন্তানদের ন্যায্যতা ও সম্ভাবনা শেখানোর পরামর্শ দেন বিভাগীয় কমিশনার।

বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক ড. কস্তুরী আমিনা কুইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. বায়েজীদ-উল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মো. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান শেষে বিভাগ পর্যায়ে শ্রেষ্ঠ চার কর্মী ও ছয়টি প্রতিষ্ঠান, জেলা পর্যায়ে চার কর্মী ও পাঁচটি প্রতিষ্ঠান এবং থানা পর্যায়ে দুজন কর্মীকে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

নিউজ ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধারের নামে ঋণের ফাঁদ পা দিলেই মাথায় হাত কেরানীগঞ্জের গ্রামে গ্রামে ঋণজাল

‘মেয়েদের মোহরানা কমিয়ে বিয়ে সহজ করা উচিত’

আপলোড সময় : ০৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, ৫ আগস্টের পর বিশ্ববিদ্যালয়ে গণবিবাহের আয়োজনই বলে দেয় বিয়ে করাটা কত কঠিন হয়ে গেছে। মেয়েদের মোহরানা কমিয়ে বিয়ে করাটা সহজ করা উচিত।

সোমবার (১৪ জুলাই) দুপুরে রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনা ভবনের স্পেকট্রাম কনফারেন্স রুমে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব বলেন তিনি। বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

খোন্দকার আজিম আহমেদ বলেন, এখন প্রায় সবারই একটা করে সন্তান হচ্ছে। দুটি মানুষের একটি সন্তান, এটা অনেকটাই কম। এটাকে বাড়ানো উচিত। স্কুলের তুলনায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে পরিবার পরিকল্পনা বিষয়ক সচেতনতা বাড়ানো জরুরি। কিশোর-কিশোরীদের নিয়ে ক্রিকেট, ফুটবল এবং পরিবেশ বিষয়ে ক্লাব করতে হবে। ওরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাবে, জ্ঞান আহরণ করবে এবং জনস্বার্থে কাজ করবে। এ সময় সন্তানদের ন্যায্যতা ও সম্ভাবনা শেখানোর পরামর্শ দেন বিভাগীয় কমিশনার।

বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক ড. কস্তুরী আমিনা কুইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. বায়েজীদ-উল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মো. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান শেষে বিভাগ পর্যায়ে শ্রেষ্ঠ চার কর্মী ও ছয়টি প্রতিষ্ঠান, জেলা পর্যায়ে চার কর্মী ও পাঁচটি প্রতিষ্ঠান এবং থানা পর্যায়ে দুজন কর্মীকে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।