কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় মদপান করে আওয়ামী লীগ নেতাসহ চারজন নিহত হয়েছেন। এ ছাড়া হাবিবুর রহমান নামে আরেকজন ঢাকার একটি হাসপাতালে লাইফসাপোর্টে আছেন।
সোমবার (১৬ জানুয়ারি) কুলিয়ারচর থানার ওসি গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১৫ জানুয়ারি) রাতে তারা সবাই মদ্যপান করেছিলেন।
নিহত ব্যক্তিরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, একই উপজেলার জহির রায়হান (জজ মিয়া), গোবিন্দ বিশ্বাস ও দিলু মিয়া।
জানা গেছে, রোববার রাতে কুলিয়ারচরে একটি মদের দোকান থেকে মদ্যপান করে তারা বাসায় যাওয়ার পর বমি করতে থাকে। এ সময় তাদের পরিবারের সদস্যরা একই দিন রাতেই স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। পরে সোমবার সকালে একের পর এক তারা হাসপাতালে মারা যান। অন্যদিকে হাবিবুর রহমানকে মুমূর্ষু অবস্থায় রাতে ঢাকায় চিকিৎসার জন্য পাঠালে তিনি সেখানে লাইফসাপোর্টে আছেন।
এ বিষয়ে ওসি গোলাম মোস্তফা জানান, রোববার রাতে তারা মদ্যপান করেছিলেন। এরপর বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।