সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভাতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
রোববার (১ জানুয়ারি) কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার উৎমা সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের বনপুর আদর্শ গ্রামের নুর মিয়ার ছেলে জৈন উদ্দিন (১৮)।
উৎমা বিজিবি ক্যাম্প কমান্ডারের দায়িত্বে থাকা নায়েক সুবেদার মো. রফিক জানান, শনিবার বিকেলে ভারত থেকে লাকড়ি আনতে চারজন অনুপ্রবেশ করেন। এ সময় খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে খাসিয়াদের গুলিতে একজন তরুণ নিহত হন। বাকিরা সুস্থ রয়েছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, শনিবার বিকেলে একজন নিহত হয়েছেন। মরদেহ ওসমানী মেডিকেল কলেজে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম