পাবনার ভাঙ্গুড়া থানা-পুলিশ লুৎফর রহমান (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মন্ডতোষ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়। গ্রেপ্তারকৃত যুবক উপজেলার সুজাপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে থানার উপপরিদর্শক (এসআই) মন্জুর আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে মন্ডতোষ গ্রামের আবুল কালাম আজাদের বাড়ির পাশের সড়ক থেকে লুৎফর রহমানকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত যুবক মাদক ব্যবসার সাথে জড়িত। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম