রাজধানীর একটি বাসা থেকে শারমিন আক্তার (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২২ জানুয়ারি) সকালে পশ্চিম জুরাইন থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্বামী আল ইসলামের সঙ্গে পশ্চিম জুরাইন তোলাবাগিচা এলাকায় টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন শারমিন। আল ইসলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবী।
জানা গেছে, এক মাস আগে আল ইসলামের সঙ্গে শারমিনের বিয়ে হয়। আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে চাওয়া নিয়ে শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় তাদের ঝগড়া হয়। পরে রাতে দুজনই ঘুমিয়ে পড়েন। সকালে স্বামী উঠে দেখেন ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন শারমিন।
বিষয়টি নিশ্চিত করে শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম