যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ এপ্রিল) বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (১৬ এপ্রিল) দুপুর ৩টায় পোর্ট থানার রঘুনাথপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কোতোয়ালি থানার পালবাড়ি এলাকার আব্দুস সাত্তারের ছেলে শাহরিয়ার হাসান (৩১), একই থানার রেলগেট এলাকার মোহাম্মদ বাবলুর ছেলে রাকিব হোসেন (২৩) ও যশোরের ঝিকরগাছা থানার পুরন্দরপুর গ্রামের শহিদুর রহমানের ছেলে ইমরান হোসেন সানি (২৮)।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম