টানা বৃষ্টিতে চট্টগ্রাম শহরের বেশির ভাগ নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। ইতোমধ্যে বাসা-বাড়িতে পানি ওঠায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।
রোববার (৬ আগস্ট) সরেজমিনে এই দৃশ্য দেখা যায়। গতকাল শনিবারও নগরের অধিকাংশ এলাকা পানির নিচে ডুবে ছিল।
জানা গেছে, টানা বৃষ্টিতে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনেও পানি উঠে পড়ে। এ সময় সিটি মেয়র ঘরবন্দি হয়ে পড়েন। এ ছাড়াও সড়কগুলো তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল।
এদিকে শনিবার (৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত পানির নিচে ছিল শহর। এ সময় বহদ্দারহাট-বাদুরতলা-চকবাজার সড়কের কাপাসগোলা এলাকাটি এক প্রকার ডোবায় পরিণত হয়।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল জানান, বৈরী আবহাওয়া ও নিম্নচাপের কারণে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে।