রংপুরের পীরগাছায় মেয়ের ছুরিকাঘাতে আহত হয়েছেন ফজল মাহমুদ (৫০) নামে এক পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় ফজল মাহমুদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার তালুক ইশাত দারারপাড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, পুলিশের উপপরিদর্শক (এসআই) ফজল মাহমুদ শুক্রবার তার মেয়ের বিয়ের আয়োজন করেন। কিন্তু এ বিয়েতে রাজি ছিলেন না তার মেয়ে ফারজানা আক্তার। এ ঘটনায় তাকে (ফজল) কক্ষে ডেকে নিয়ে ছুরিকাঘাত করেন কলেজপড়ুয়া ফারজানা। এতে গুরুতর আহত হন তিনি।
এ ব্যাপারে রংপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল ‘সি’) মো. কামরুজ্জামান জানান, পুলিশ কর্মকর্তা ফজল মাহমুদকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফারজানাকে রাতেই আটক করেছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম