
মাত্র ৯ দিন আগে গঠিত হওয়া পাবনার ফরিদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করা হয়েছে। দলের অভ্যন্তরীণ আলোচনা-সমালোচনা এবং তীব্র বিরোধিতার প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজশাহী বিভাগীয় বিএনপির দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামের হস্তক্ষেপে কমিটি বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
তিনি জানান, “আজ নওগাঁয় রাজশাহী বিভাগের প্রোগ্রামে অংশ নেওয়ার পর আবদুস সালাম সাহেবের সভাপতিত্বে বসে সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন।”
এর আগে, গত ১০ জুন ফরিদপুর উপজেলা বিএনপির আগের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক হিসেবে অধ্যক্ষ আব্দুল দাইয়ান মঞ্জু এবং সদস্য সচিব হিসেবে জিয়াউর রহমান জিয়াকে মনোনয়ন দিয়ে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব এডভোকেট মাসুদ খন্দকারের স্বাক্ষরে অনুমোদন পায়।
তবে কমিটি ঘোষণার পর থেকেই দলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। নতুন কমিটির সদস্য সচিব জিয়াউর রহমান জিয়াসহ কয়েকজন নেতার আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দীর্ঘদিন দলের জন্য ত্যাগ স্বীকার করা নেতা-কর্মীরা।
স্থানীয় নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক রাখা বিতর্কিত নেতাদের স্থান দিয়ে ত্যাগী নেতাদের উপেক্ষা করা হয়েছে। বিষয়টি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেও লিখিতভাবে জানানো হয়।
এ বিষয়ে সাবেক উপজেলা সদস্য সচিব ভিপি আব্দুল হাকিম খান বলেন, ভুল তথ্য দিয়ে আগের কমিটি ভেঙে বিতর্কিতদের দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছিল। আমাদের প্রমাণ উপস্থাপনের পর কেন্দ্র থেকে সেই কমিটি বাতিল করা হয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতে দলের পরীক্ষিত ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন করেই কমিটি গঠন করা হবে।