1. admin@handiyalnews24.com : admin :
  2. tenfapagci1983@coffeejeans.com.ua : cherielkp04817 :
  3. ivan.ivanovnewwww@gmail.com : leftkisslejour :
   
চাটমোহর,পাবনা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৫৪ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু সেতু‌তে যান চলাচল বিঘ্নিত, ৮ কি.মি যানজট

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ , ১১.৪১ পূর্বাহ্ণ
  • ১৩৯ বার পড়া হয়েছে

টাঙ্গাই‌লে ঘন কুয়াশার কার‌ণে বঙ্গবন্ধু সেতু‌ থেকে হাতিয়া পর্যন্ত ৮ কি.মি রাস্তাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

ঘন কুয়শার কারণে ভোর ৪টা থেকে বঙ্গবন্ধু সেতুর ছয়টি টোল বুথের মধ্যে দুটি চালু রাখা হয়েছে। এতে বঙ্গবন্ধু সেতু‌র দুই পাশে যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতু ট্রা‌ফিক ক‌ন্ট্রোল রুম সূ‌ত্রে জানা যায়, বুধবার ভোরে ঘন কুয়াশার প‌রিমাণ বে‌ড়ে যায়। এতে দৃষ্টিসীমা ৪০ মি‌টা‌রের কম হওয়ায় সেতু‌তে দুর্ঘটনা এড়া‌তে টোল আদায় সীমিত করে কর্তৃপক্ষ।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী ব‌লেন, ঘন কুয়াশার কার‌ণে ভোরে দৃষ্টিসীমা ৪০ মিটারের কম হওয়ায় সেতুর চারটি টোল বন্ধ রাখা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শ‌ফিকুল ইসলাম ব‌লেন, ঘন কুয়াশার কার‌ণে সেতুতে টোল আদায় সীমিত করায় মহাসড়‌কে প‌রিবহ‌নের দীর্ঘ সা‌রির সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হচ্ছে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।