টাঙ্গাইলে ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতু থেকে হাতিয়া পর্যন্ত ৮ কি.মি রাস্তাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
ঘন কুয়শার কারণে ভোর ৪টা থেকে বঙ্গবন্ধু সেতুর ছয়টি টোল বুথের মধ্যে দুটি চালু রাখা হয়েছে। এতে বঙ্গবন্ধু সেতুর দুই পাশে যানজটের সৃষ্টি হয়।
বঙ্গবন্ধু সেতু ট্রাফিক কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, বুধবার ভোরে ঘন কুয়াশার পরিমাণ বেড়ে যায়। এতে দৃষ্টিসীমা ৪০ মিটারের কম হওয়ায় সেতুতে দুর্ঘটনা এড়াতে টোল আদায় সীমিত করে কর্তৃপক্ষ।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বলেন, ঘন কুয়াশার কারণে ভোরে দৃষ্টিসীমা ৪০ মিটারের কম হওয়ায় সেতুর চারটি টোল বন্ধ রাখা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে সেতুতে টোল আদায় সীমিত করায় মহাসড়কে পরিবহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হচ্ছে বলেও জানান তিনি।