
বগুড়ার শাজাহানপুরে রেনেটা কোম্পানির এ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউটর আনোয়ার হোসাইন হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করেছে র্যাব-১২। এই গ্রেফতারের মাধ্যমে মামলার তদন্তে একটি বড় অগ্রগতি হয়েছে।
হত্যাকাণ্ডের বিস্তারিত
গত ২৬ জুন রাত প্রায় ১টার দিকে আনোয়ার হোসাইন কাজ শেষে বেতগাড়ীর রেনেটা কোম্পানির অফিস থেকে ফিরছিলেন। পথে ফটকি ব্রিজের কাছে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে ধারালো চাকু দিয়ে আঘাত করে হত্যা করে। এই ঘটনায় নিহতের ভাই শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আসামি আব্দুল কুদ্দুস বেতগাড়ী দক্ষিণপাড়ায় তার নিজ বাড়িতে অবস্থান করছেন। এরপর ১১ আগস্ট রাত ১টা ২০ মিনিটের দিকে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
আসামির কাছ থেকে যা উদ্ধার করা হয়েছে
গ্রেফতারের সময় আব্দুল কুদ্দুসের কাছ থেকে একটি পুরনো রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল এবং নগদ ২০০ টাকা উদ্ধার করা হয়। র্যাব জানায়, তাকে এখন শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
র্যাব আরও জানিয়েছে, এ ধরনের অপরাধীদের ধরতে তাদের অভিযান অব্যাহত থাকবে।