
বগুড়ার শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তাইফুর রহমান মানিকদিপা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। সোমবার, তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং সরাসরি ষষ্ঠ শ্রেণির গণিত ও দশম শ্রেণির সামাজিক বিজ্ঞান বিষয়ে পাঠদান করেন।
ইউএনও শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম, এবং মানবপ্রেমের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা এবং পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
এছাড়া, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। ইউএনও-কে শিক্ষক হিসেবে পেয়ে শিক্ষার্থীরাও বেশ আনন্দিত এবং উৎসাহিত।
এই পরিদর্শনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শফিকুল ইসলাম এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দুলাল।