1. admin@handiyalnews24.com : admin :
  2. tenfapagci1983@coffeejeans.com.ua : cherielkp04817 :
  3. ivan.ivanovnewwww@gmail.com : leftkisslejour :
   
চাটমোহর,পাবনা শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:০৪ পূর্বাহ্ন

ফসলী জমিতে পুকুর খনন করায় জরিমানা

হান্ডিয়াল নিউজ
  • আপডেট সময় : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪ , ১০.৪১ অপরাহ্ণ
  • ৪৮ বার পড়া হয়েছে

পাবনার চাটমোহরে ফসলী জমিতে অবৈধভাবে পুকুর খনন করার দায়ে এক্সেভেটরের চালক সোলাইমান হোসেন (৩৫) কে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বহিরগাতি এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেদুয়ানুল হালিম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান,ফসলী জমিতে অবৈধ ভাবে পুকুর খনন করায় হান্ডিয়াল ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের সোলাইমান হোসেনকে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন, ২০১০ ধারা অনুযায়ী ৭৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পরে জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পান তিনি। পুকুর খননের বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে বলে জানান এই কর্মকর্তা ।

এই সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।