এক বিঘা জমিজুড়ে কুল বাগান। রোপনের সাড়ে পাঁচ মাসের মাথায় এসে বিক্রিও শুরু করেছেন।
থাই আপেল কুল চাষে সাফল্য পেয়েছেন ফটিকছড়ির শৌখিন কৃষি উদ্যোক্তা মোহাম্মদ তৌহিদ।
তিনি তাঁর পৈতিক এক বিঘা জমিতে গড়ে তুলেছেন থাই আপেল কুল বাগান। প্রতিটা গাছের গড় উচ্চতা ২ থেকে সাড়ে ৩ ফুট। একেকটা গাছে ১৬ থেকে ২০ কেজি বরই উৎপাদনের আশা করছেন কৃষক তৌহিদ। খুচরা পর্যায়ে ২০০ টাকা কেজি দরে বিক্রি করছেন বলে জানান তিনি।
ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট গ্রামে ধানী জমিতে এ থাই আপেল কুল বাগান করেছেন তৌহিদ। থাই আপেল কুল জাতের এ কুল খেতে অত্যান্ত মিষ্টি আর গায়ের রং হুবহু আপেলের মত টকবগে লাল।