রাজধানীর উত্তরখানে ৪০ বছর বয়সী রাশেদাকে খুন করার পর জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে খবর দিয়েছেন তারই প্রেমিক হযরত আলী।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে উত্তরখানের চানপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত হযরত আলীকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আলী ওই এলাকার বিল্লাল মিয়ার বাসায় ভাড়া থাকতেন। তবে তার পরিবার অন্য জায়গায় থাকে। আর তার (আলী) সঙ্গে রাশেদার পরকীয়ার সম্পর্ক ছিল। প্রায় এক বছর ধরে দুই সন্তানের মা রাশেদার সঙ্গে আলীর সম্পর্ক, রাশেদা তাকে বিয়ের জন্য চাপ দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার একপর্যায়ে আলী শিলের নোড়া (পুঁতা) দিয়ে রাশেদাকে আঘাত করেন। এতে রাশেদা মারা গেছে বুঝতে পেরে আলী ৯৯৯-এ ফোন করেন।
উত্তরখান থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন জানান, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তখন আলী জানান, তিনি তার স্ত্রী রাশেদাকে হত্যা করেছেন। কিন্তু পরে জানা যায়, রাশেদা তার স্ত্রী নন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম