লক্ষ্মীপুরের কমলনগরে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা ও হাতুড়ি পেটায় আহত হয়েছেন স্বামী-স্ত্রী।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে কমলনগরের চরজাঙ্গালিয়া কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তারা লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি আছেন।
ভুক্তভোগীরা হলেন, গিয়াস উদ্দিন নীরব উপজেলার চরফলকন গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে ও তার স্ত্রী ফারহানা ৬নং পাটোয়ারী হাট সংরক্ষিত মহিলা ইউপি সদস্য।
ভুক্তভোগীরা জানান, উপজেলার চরফলকন গ্রামের দেলোয়ার হোসেনের সঙ্গে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে বাড়ি থেকে ইউপি সদস্য ফারহানা বের হলে দেখেন, তাদের জমিতে সাইনবোর্ড লাগাচ্ছে তারা। পরে উভয়পক্ষ তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে চরফলকন ইউপি সদস্য দেলোয়ার হোসেন সর্দারের নেতৃত্বে জাফর, নুর আলম, মঞ্জুর হোসেন, আবুল বাশার রড ও হাতুড়ি দিয়ে তাকে আঘাত করে। এ সময় স্ত্রীকে বাঁচাতে এগিয়ে আসলে নীরবকেও হাতুড়ি পেটা করা হয়।
এ বিষয়ে ইউপি সদস্য দেলোয়ার হোসেন বাচ্চুর মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি তিনি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান জানান, এ বিষয়ে এখনও অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।