
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের সিরুমীয়া মাঠের পাশের পুকুরে গোসল করতে নেমে কনস্টেবল মো. মমিনুল ইসলামের রহস্যজনক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) গণমাধ্যমের হাতে আসা সিসিটিভি ফুটেজ থেকে এ তথ্য পাওয়া গেছে। বুধবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ফুটেজে দেখা যায়, মমিনুল গোসলের আগে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দুজন ব্যক্তির সঙ্গে কথা বলেন। এরপর গোসলের জন্য তিনি পুকুরে ঝাঁপ দিয়ে সাতার কাটেন। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ তলিয়ে যান। এর পরপরই এক ব্যক্তি পুকুরে গোসল করতে নামেন। তিনি সাতরে কিছু দূর গিয়ে মমিনুলের মরদেহ ভেসে থাকতে দেখে চিৎকার করে অন্যদের ডাক দিলে সেখানে অনেককে জড়ো হতে দেখা যায়।
জানা যায়, ২০১৫ সালের ১২ নভেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন নিহত কনস্টেবল নওগাঁর মমিনুল ইসলাম।

সনদ-গণভোট নিয়ে সরকারের সিদ্ধান্ত হতে পারে আজ
হান্ডিয়াল নিউজ ডেস্কঃ 















