খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় সাড়ে ৩ একর গাঁজাখেত ধ্বংস করেছে প্রশাসন। তারা ৩ হাজার ২৫ টি গাছ কেটে পুড়িয়ে ধ্বংস করে দেয়। এসব গাঁজার মূল্য প্রায় ৩০ কোটি ২৫ লাখ টাকা।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে গুইমারা সদর ইউনিয়নের দুর্গম অরণ্যের চৌধুরীপাড়া এলাকায় ওই গাঁজা খেত ধ্বংস করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর আমিন বলেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে চৌধুরীপাড়া এলাকায় দুই একর জমিতে চাষ করা গাঁজা গাছ পাওয়া যায়। পরে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী ও সেনা সদস্যদের উপস্থিতিতে গাঁজা গাছগুলো আগুন দিয়ে ধ্বংস করা হয়েছে।
তবে এলাকাটি দুর্গম হওয়ায় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। খেতের মালিক কে এবং ওই গাঁজা চাষের সঙ্গে সম্পৃক্তদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ওসি।
গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন, সাড়ে ৩ একর জমিতে চাষ করা গাঁজা গাছের আর্থিক মূল্য অন্তত ৩০ কোটি ২৫ লাখ টাকা।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম