জেলা গোয়েন্দা শাখা, পাবনার অভিযানে দুইজন মাদক ব্যবসায়ী ১৮০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার।
পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আলম এর সার্বিক তত্বাবধানে ওসি, ডিবি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে ইং ০৩/০২/২০২৪ তারিখ ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র)সাগর কুমার সাহা সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার আমিনপুর থানাধীন আহম্মদপুর সাকিনস্থ মোঃ টুটুল শেখ এর বসত বাড়ীর সামনে ইং ০৩/০২/২০২৪ তারিখ অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী টুটুল শেখ (৩৪), পিতাঃ মোঃ মাজেম শেখ, সাং-আহম্মেদপুর মধ্যপাড়া, থানাঃ আমিনপুর, জেলাঃ পাবনা, মোঃ সাইফুল ইসলাম (২৪), পিতাঃ মোঃ সাত্তার মন্ডল, সাং-আহম্মেদপুর মধ্যপাড়া, থানাঃ আমিনপুর, জেলাঃ পাবনাদ্বয়কে মাদক দ্রব্য ১৮০(একশত আশি)পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা আমিনপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম