প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ৪:০১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২২, ৯:১২ পি.এম
পাবনায় অভিযানে এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র পিস্তল সহ গ্রেফতার।

জেলা গোয়েন্দা শাখা, পাবনার অভিযানে একজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র পিস্তল সহ গ্রেফতার।
মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে অপরাধ মুক্ত করার লক্ষ্যে ওসি ডিবি, মুহম্মদ আনোয়ার হোসেন এবং পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ জিন্নাত সরকার এর নেতৃত্বে অদ্য ইং ২২/১২/২০২২ তারিখ ভোর ০৫.১৫ ঘটিকার সময় ডিবি পুলিশের এসআই(নিঃ)

সাগর কুমার সাহা, এএসআই(নিরস্ত্র)মোঃ আমিনুর রহমান সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানাধীন গয়েশপুর কুমিল্লি এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১. মোঃ সুজন সরদার (২৮), পিতা-মৃত আলাউ্দ্দিন সরদার, সাং-চক চৌকিবাড়ী, থানা-আটঘরিয়া, জেলা-পাবনা কে একটি লোহার তৈরী সচল 7.65 mm বিদেশী পিস্তল সহ গ্রেফতার করা হয়।
ধৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে পাবনা সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম