পাবনায় মাসব্যাপী ‘অমর একুশে বইমেলা’ শুরু হয়েছে।শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে একুশে বইমেলা উদযাপন পরিষদের আয়োজনে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে উপস্থিত অতিথিদের সঙ্গে নিয়ে জাতীয় সংগীত পরিবেশন ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু। স্বাগত বক্তব্য দেন একুশে বইমেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান স্বপন।
মেলা উদযাপন পরিষদের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, একুশে পদকপ্রাপ্ত কৃষিবিদ ড. জান্নাতুল ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশারফ হোসেন, পৌর মেয়র শরিফ উদ্দিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
মেলায় অর্ধশতাধিক স্টল স্থান পেয়েছে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ মেলা।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম