প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ২:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৩, ৯:০৪ পি.এম
পাঁচ দিন ধরে এক শিশু শিক্ষার্থী নিখোঁজ ; দুশ্চিন্তায় পরিবার

পাবনার ফরিদপুরে জাকারিয়া ইসলাম জাহিদ (১৩) নামের এক শিশু শিক্ষার্থী পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।ফলে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তার পরিবারের লোকজন। জাকারিয়া পাশ্ববর্তী ফরিদপুর উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের মাওলানা জাহাঙ্গীর আলমের পুত্র। সে উপজেলার হাংরাগাড়ি হাফিজিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।
নিখোঁজের পরিবার সূত্রে জানায়, গত ৪ ডিসেম্বর সোমবার বিকেলে মাদ্রাসার পাশের মাঠে অন্য শিক্ষার্থীদের সঙ্গে খেলাধুলা করছিল জাকারিয়া।খেলাধুলা শেষ করে সবাই মাদরাসায় ফিরলেও জাকারিয়া ফেরেনি।রাতে মাদরাসা থেকে খবর দেওয়া হয়,জাকারিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না।এরপর থেকে আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।এদিকে একমাত্র ছেলেটিকে হারিয়ে মা-বাবা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।নিখোঁজ ছেলেকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে গত বৃহস্পতিবার ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
জাকারিয়ার বাবা মাওলানা জাহাঙ্গীর আলম বলেন,‘মাদ্রাসার পাশের মাঠে খেলা করতে গিয়ে নিখোঁজ হয় তাঁর ছেলে জাকারিয়া। অনেক খোঁজাখুজি করেও ছেলেটাকে কোথাও পাচ্ছি না।এ নিয়ে আমরা পরিবারের সবাই মহা দুশ্চিন্তার মধ্যে আছি।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন,‘নিখোঁজ শিশুটিকে খুঁজে বের করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।গতকালকেই(বৃহস্পতিবার) থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম