ঢাকা , বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
ত্রৈমাসিক চলনবিলের সময় পত্রিকার প্রিন্ট,অনলাইন ও মাল্টিমিডিয়া  জরুরি  সংবাদকর্মী আবশ্যক। আবেদন করুন- ই-মেইলে onlynews.calo@gmail.com

পরীমণির ভাইরাল ভিডিও নিয়ে সরগরম নেট দুনিয়া

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের সেনসেশন পরীমণি। শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর দুই ছেলে-মেয়েকে নিয়েই এখন পরীমণির সংসার। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে সন্তানদের বড় করে তুলছেন তিনি।

এদিকে বেশ কয়েকদিন ধরেই টানা সংবাদের শিরোনাম হচ্ছেন পরীমণি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল নায়িকার। তবে একদিন পরেই আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।

পরীমণির ভাইরাল ভিডিও নিয়ে সরগরম নেট দুনিয়া

এরআগে টাঙ্গাইলে একটি উদ্বোধনী পরীমণিকে বাধা দেয়ায় সেই অনুষ্ঠান স্থগিত করা হয়। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন এই নায়িক। এসব কিছুর রেশ যেতে না যেতেই ফের সঙ্গীতশিল্পী শেখ সাদীর সঙ্গে প্রেমের গুঞ্জন উঠে। সম্প্রতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় এই নায়িকার যে জামিন পেয়েছেন সেখানে তার জামিনদার ছিলেন সাদী। এরপর যেন তাদের প্রেম নিয়ে নেটিজেনদের চর্চা তুঙ্গে। তবে এই গুঞ্জন নিয়ে দুজনই নিজেদের অবস্থান পরিস্কার করেছেন।

সব ঝামেলা চুকিয়ে বেশ বেশ ফুরফুরে মেজাজেই কাটাচ্ছেন পরীমণি। তাই তো সময় পেয়ে ছেলেকে নিয়ে এখন অবসর সময় কাটাতে ব্যস্ত পরী।

 

সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাগ করে নেন পরী। সেখানে দেখা যায়, ছেলে পুণ্যক নিয়ে বেড়াতে যাচ্ছেন তিনি। সে সময় পরীর কোলে ছেলে পুণ্য ঘুমাচ্ছিল। সেই ভিডিওর পোস্টে নায়িকা লিখলেন, আমরা ঘুমিয়ে ঘুমিয়ে সুন্দরবন যাই।

 

কিন্তু এখানেই শেষ নয়, ফুরফুরে মেজাজে থাকা এই নায়িকা আরও একটি ভিডিও শেয়ার করেন সদ্যই। সেখানে পরীকে অনেকটা দুষ্টু ভঙ্গিতেই দেখা মেলে। ১৪ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, একটা লাল টি শার্ট পরে আছেন পরীমণি। গলায় ঝুলানো ক্যামেরার ফিতাটিও স্পষ্ট। হয়তোবা, যেখানে বেড়াতে গেছেন- সে স্থানের ফটশুটের জন্য ব্যস্ত ছিলেন তিনি। তার ফাঁকেই নিজের মুঠোফোনে একটি সেলফি ভিডিও নিয়েছেন পরী।

ভিডিওতে দেখা যায়, তার সেই লাল টি শার্টের ওপর লেখা, ওহ উইকেন্ড, আই মিস ইউ। টিশার্টের সেই লেখাটির ওপর হাত বুলিয়ে নিচ্ছিলেন, আর এ সময় ক্যামেরায় পোজ দিয়ে মোহনীয় চাহনিতে দর্শকের নজর কাড়ছিলেন!

 

১৪ সেকেন্ডের সেই ভিডিওটি ভাইরাল হতেই রীতিমতো বয়ে যায় মন্তব্যের ঝড়। যেখানে অনুরাগীরা পরীর উষ্ণ ভঙ্গিতে দেখে নায়িকাকে প্রশংসায় ভাসান।

নিউজ ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধারের নামে ঋণের ফাঁদ পা দিলেই মাথায় হাত কেরানীগঞ্জের গ্রামে গ্রামে ঋণজাল

পরীমণির ভাইরাল ভিডিও নিয়ে সরগরম নেট দুনিয়া

আপলোড সময় : ০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের সেনসেশন পরীমণি। শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর দুই ছেলে-মেয়েকে নিয়েই এখন পরীমণির সংসার। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে সন্তানদের বড় করে তুলছেন তিনি।

এদিকে বেশ কয়েকদিন ধরেই টানা সংবাদের শিরোনাম হচ্ছেন পরীমণি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল নায়িকার। তবে একদিন পরেই আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।

পরীমণির ভাইরাল ভিডিও নিয়ে সরগরম নেট দুনিয়া

এরআগে টাঙ্গাইলে একটি উদ্বোধনী পরীমণিকে বাধা দেয়ায় সেই অনুষ্ঠান স্থগিত করা হয়। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন এই নায়িক। এসব কিছুর রেশ যেতে না যেতেই ফের সঙ্গীতশিল্পী শেখ সাদীর সঙ্গে প্রেমের গুঞ্জন উঠে। সম্প্রতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় এই নায়িকার যে জামিন পেয়েছেন সেখানে তার জামিনদার ছিলেন সাদী। এরপর যেন তাদের প্রেম নিয়ে নেটিজেনদের চর্চা তুঙ্গে। তবে এই গুঞ্জন নিয়ে দুজনই নিজেদের অবস্থান পরিস্কার করেছেন।

সব ঝামেলা চুকিয়ে বেশ বেশ ফুরফুরে মেজাজেই কাটাচ্ছেন পরীমণি। তাই তো সময় পেয়ে ছেলেকে নিয়ে এখন অবসর সময় কাটাতে ব্যস্ত পরী।

 

সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাগ করে নেন পরী। সেখানে দেখা যায়, ছেলে পুণ্যক নিয়ে বেড়াতে যাচ্ছেন তিনি। সে সময় পরীর কোলে ছেলে পুণ্য ঘুমাচ্ছিল। সেই ভিডিওর পোস্টে নায়িকা লিখলেন, আমরা ঘুমিয়ে ঘুমিয়ে সুন্দরবন যাই।

 

কিন্তু এখানেই শেষ নয়, ফুরফুরে মেজাজে থাকা এই নায়িকা আরও একটি ভিডিও শেয়ার করেন সদ্যই। সেখানে পরীকে অনেকটা দুষ্টু ভঙ্গিতেই দেখা মেলে। ১৪ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, একটা লাল টি শার্ট পরে আছেন পরীমণি। গলায় ঝুলানো ক্যামেরার ফিতাটিও স্পষ্ট। হয়তোবা, যেখানে বেড়াতে গেছেন- সে স্থানের ফটশুটের জন্য ব্যস্ত ছিলেন তিনি। তার ফাঁকেই নিজের মুঠোফোনে একটি সেলফি ভিডিও নিয়েছেন পরী।

ভিডিওতে দেখা যায়, তার সেই লাল টি শার্টের ওপর লেখা, ওহ উইকেন্ড, আই মিস ইউ। টিশার্টের সেই লেখাটির ওপর হাত বুলিয়ে নিচ্ছিলেন, আর এ সময় ক্যামেরায় পোজ দিয়ে মোহনীয় চাহনিতে দর্শকের নজর কাড়ছিলেন!

 

১৪ সেকেন্ডের সেই ভিডিওটি ভাইরাল হতেই রীতিমতো বয়ে যায় মন্তব্যের ঝড়। যেখানে অনুরাগীরা পরীর উষ্ণ ভঙ্গিতে দেখে নায়িকাকে প্রশংসায় ভাসান।