
বগুড়ার শাজাহানপুরে মিম আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। তিনি আড়িয়া রহিমাবাদ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
শনিবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মিম আক্তার ওই গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে।
স্থানীয়রা জানান, মিম তার বাবা-মায়ের সঙ্গে নতুন জামা কাপড় কিনতে বাজারে যায়। বাজারে গিয়ে পছন্দের জামা কিনতে না পারায় তার মন খারাপ হয়। পরে বাড়িতে ফিরে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকদের চিৎকারে প্রতিবেশীরা ওই ঘরের ভেতরে ঢুকে বাঁশের আড়ার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পায়।
মিমের বাবা আবদুর রাজ্জাক জানিয়েছেন, মিম একটা জামা পছন্দ করেছিল। কিন্তু সেটির দাম অনেক বেশি হওয়ায় কেনা হয়নি। এতে মন খারাপ করে অভিমানে তাদের মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শাজাহানপুর থানার উপপরিদর্শক আবদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সনদ-গণভোট নিয়ে সরকারের সিদ্ধান্ত হতে পারে আজ
বগুড়া প্রতিনিধি 












