1. admin@handiyalnews24.com : admin :
  2. tenfapagci1983@coffeejeans.com.ua : cherielkp04817 :
  3. ivan.ivanovnewwww@gmail.com : leftkisslejour :
   
চাটমোহর,পাবনা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:১২ পূর্বাহ্ন

নারীর শক্তিতেই এগিয়ে যাবে বাংলাদেশ : স্পিকার

হান্ডিয়াল নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২ , ১১.১৪ পূর্বাহ্ণ
  • ১৫৬ বার পড়া হয়েছে
ছবি সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীর শক্তিতেই এগিয়ে যাবে বাংলাদেশ।

শনিবার (১৯ নভেম্বর) রাজধানীর বাংলা একাডেমিতে ‘অনন্য শীর্ষদশ-২০২১’ এর সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীদের ধৈর্য, পরিশ্রম, অধ্যবসায় এবং শত শত বাঁধা অতিক্রম করে সফল হওয়ার কারণেই বিশ্বের বুকে বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি বলেন, নারীদের নিরন্তর প্রচেষ্টা, অদম্য সাহস, প্রতিভা ও দক্ষতার বলেই তাদের অধিকার আদায় করে নিচ্ছে। তারা যোগ্যতাবলেই দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন। আমাদের দেশের নারীরা ন্যূনতম স্বীকৃতির আশা ছাড়াই কাজ করেন। সমাজ বিনির্মাণ ও জাতি গঠনে নারীদের ভূমিকাকে সম্মান জানানো উচিত।

তিনি ‘অনন্য শীর্ষদশ-২০২১’ অনুষ্ঠানের মাধ্যমে অগ্রসর নারীদের সম্মান জানানোর উদ্যোগ গ্রহণে আয়োজকদের ধন্যবাদ জানান।

দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, মঞ্চনাটক, সাংবাদিকতা ইত্যাদিসহ বিভিন্ন সেক্টরের অগ্রসর নারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।