পাবনার চাটমোহর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রেদুয়ানুল হালিম যোগদান করেছেন।ঞবৃহস্পতিবার (২০ জুলাই) সকালে তিনি চাটমোহরে যোগদান করেন এবং বিদায়ী ইউএনও মোছাঃ মমতাজ মহলের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। বিদায়ী ইউএনও মোছাঃ মমতাজ মহলকে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলী করা হয়েছে।
জানা গেছে,৩৫তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম চাকুরির শুরুতে বান্দরবন জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। পরে তাকে সিলেট জেলায় বদলী করা হয়। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে সিনিয়র সহকারী সচিব হিসেবে পরিকল্পনা কমিশনে তাঁকে পদায়ন করা হয়। চাটমোহরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রথম দায়িত্ব পালন করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম