রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও ফেরি চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ৯টা ২০মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হয়। এর আগে একই দিন ভোর পৌনে ৪টার দিকে ঘন কুয়াশার কারণে নৌদুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় সকাল ৯টা ২০ মিনিট থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে এ রুটে ছোট বড় ১২টি ফেরি চলাচল করছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম