দিনাজপুরসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত।কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।
শুক্রবার (১৩ জানুয়ারি) দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ ছাড়া এদিন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, দিনাজপুরে প্রায় এক সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার জেলার তাপমাত্রা কিছুটা কমেছে। বৃহস্পতিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তা কমে ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। শুক্রবার এটিই ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
এ ছাড়াও শুক্রবার নীলফামারীর সৈয়দপুর ও ডিমলায় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রামের রাজারহাটে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস।