দেশের আকাশে বুধবার (২২ মার্চ) রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। আর মাহে রমজান শুরু হবে শুক্রবার থেকে।
বুধবার (২২ মার্চ) বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত জানান ফরিদুল হক খান।
ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানিয়েছে, যেহেতু বুধবার চাঁদ দেখা যায়নি, বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। রমজান মাস গণনা শুরু হবে শুক্রবার থেকে। সেক্ষেত্রে বৃহস্পতিবার রাতে হবে প্রথম তারাবি, শেষ রাতে সেহেরি খাওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম