নাটোরে দুই হাজার লিটার চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
রোববার (৮ জানুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৫। এর আগে শনিবার রাতে সদর উপজেলার শঙ্করভাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শঙ্করভাগ গ্রামের আবদুল হাকিমের ছেলে মো. আবুবক্কর সিদ্দিক (৫২), ঘনরাম তেলীর ছেলে শ্রী নির্মল কুমার তেলী (৩৫), শ্রী শ্যামল তেলীর ছেলে শ্রী সুজন তেলী (২৩) এবং কৃষ্ট তেলীর ছেলে শ্রী সন্তোষ চন্দ্র তেলী (২৮)।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তল্লাশি চালিয়ে প্লাস্টিকের ড্রাম ও ডেগে রাখা দুই হাজার ৩০ লিটার চোলাই মদ জব্দ এবং ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে তারা চোলাই মদ তৈরি, সংরক্ষণ ও মাদকসেবীদের কাছে নিয়মিত বিক্রি করে আসছিল। এ ঘটনায় নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।