কুষ্টিয়ার মিরপুর উপজেলায় স্কুল কমিটির সভাপতির পদ নিয়ে দ্বন্দ্বে বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াতে ইসলামীর এক কর্মী মারা গেছেন।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ইবনে সিনা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম খোকন মোল্লা (৪০)। তিনি উপজেলার আমলা ইউনিয়নের বুড়াপাড়া গ্রামের নওশের মোল্লার ছেলে। নিহত ব্যক্তিকে নিজেদের কর্মী দাবি করেছেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়াদ্দার।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, স্কুল কমিটি নিয়ে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত অবস্থায় ঢাকায় খোকন নামে একজন মারা গেছেন। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম