পাবনার চাটমোহরে খাবারের সন্ধানে একটি দলছুট মুখপোড়া হনুমান লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। স্থানীয় মানুষের সাথে বেশ সখ্য গড়ে তুলেছে হনুমানটি। গাছের ডালে,ঘরের চালে কিংবা বাড়ির ছাদে অবস্থান করছে এটি। অনেকেই দেখার জন্য ভিড় করছে। জানা গেছে,বেশ কিছুদিন ধরেই হনুমানটি চাটমোহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। অনেকেই কলা,বিস্কুটসহ নানা রকমের খাবার দিচ্ছে হনুমানটিকে। গত রবিবার হনুমানটিকে চাটমোহর পৌর শহরের বিভিন্ন স্থানে দেখা গেছে। হনুমানটি নিরীহ প্রকৃতির। মানুষের কাছাকাছিই থাকছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম