তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা দিনাজপুরের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। এটিই চলতি মৌসুমে এ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা।
এদিকে সূর্যের প্রখর তাপে হাঁসফাঁস করছে মানুষ। প্রচণ্ড রোদে ঘর থেকে বের হতে পারছেন না শ্রমিক, দিনমজুরসহ খেটে খাওয়া মানুষ। রিকশা-ভ্যানচালকরা গরমে অস্থির হয়ে পড়েছেন। একটু প্রশান্তির খোঁজে গাছের ছায়া ও ঠান্ডা পরিবেশে গা এলিয়ে দিচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা ঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে। আবার অনেকে জরুরি প্রয়োজন ও জীবন-জীবিকার তাগিদে প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে কাজে বের হচ্ছেন। প্রখর রোদে মাঠে দীর্ঘক্ষণ কাজ করতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন।
দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন আরটিভি নিউজকে বলেন, আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমে জেলায় এ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা।
এর আগে, সোমবার ৩৯ দশমিক ৮ ও রোববার ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।