আজ শনিবার (০৬ জানুয়ারি) সকাল ১১টায় তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ (বামাসপ) এর সহযোগিতায় ও স্থানীয় বেসরকারি সংস্থা পরিবর্তন এই প্রশিক্ষণের আয়োজন করে।
পরিবর্তন এর পরিচালক আবদুর রাজ্জাক রাজু পর্যবেক্ষকদের দায়-দায়িত্ব ও আচরণবিধি সংক্রান্ত নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময়ে আরো বক্তব্য রাখেন পরিবর্তন এর উপ-পরিচালক ও পৌর কাউন্সিলর রোখসানা খাতুন রুপা, পর্যবেক্ষক মোশাররফ হোসেন মল্লিকী প্রমুখ। ওরিয়েন্টেশন শেষে ১৯ জন পর্যবেক্ষকের মাঝে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রদত্ত পর্যবেক্ষক কার্ড বিতরণ করা হয়। উল্লেখ্য, পরিবর্তন এবার বামাসপ এর ব্যানারে এই নির্বাচন পর্যবেক্ষণ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম