ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ডাবের দামের ঊর্ধ্বগতির রাশ টানতে কেনা-বেচার পাকা ভাউচার রাখার নির্দেশ দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। সোমবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর কারওয়ানবাজারের টিসিবি ভবনে ডাবের পাইকারি বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, সারা দেশে ডাবের যে ক্রয়-বিক্রয় হয়; ক্রয় কত, বিক্রয় কত—ব্যবসায়ীদের নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের প্যাডে পাকা ভাউচার রাখতে হবে। বাংলাদেশে ব্যবসা করতে হলে এই কথাগুলো জানতে হবে। ভোক্তা অধিকার আইন অনুযায়ী এটা বাধ্যতামূলক। এখন এটা আমরা শক্তভাবে ধরছি।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম