ঢাকা , বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
ত্রৈমাসিক চলনবিলের সময় পত্রিকার প্রিন্ট,অনলাইন ও মাল্টিমিডিয়া  জরুরি  সংবাদকর্মী আবশ্যক। আবেদন করুন- ই-মেইলে onlynews.calo@gmail.com

ডিসেম্বরে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করুন : ড. মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প নেই। তাই সঠিক সময়ে অর্থাৎ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। সরকারকে বলব, এ লক্ষ্যে অবিলম্বে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করুন।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীতে শুক্রবার (৩০ মে) রাজধানীতে গুলশান থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গুলশান-২ এর ডিসিসি মার্কেট এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই সরকার বলেছিল- তারা জনগণের অধিকার ফিরিয়ে দেবে, সেটাই তাদের প্রধান দায়িত্ব ছিল। তবে আমরা সেটার লক্ষণ দেখতে পাচ্ছি না। অথচ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প নেই। গত ১৫-১৬ বছর ধরে ভোটাধিকার বঞ্চিত জনগণও এখন ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছে। রাজনৈতিক দলগুলোও দ্রুত নির্বাচন চায়।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। তার আদর্শ অনুসরণ করেই বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছে।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর, এবিএমএ রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধারের নামে ঋণের ফাঁদ পা দিলেই মাথায় হাত কেরানীগঞ্জের গ্রামে গ্রামে ঋণজাল

ডিসেম্বরে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করুন : ড. মোশাররফ

আপলোড সময় : ১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প নেই। তাই সঠিক সময়ে অর্থাৎ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। সরকারকে বলব, এ লক্ষ্যে অবিলম্বে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করুন।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীতে শুক্রবার (৩০ মে) রাজধানীতে গুলশান থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গুলশান-২ এর ডিসিসি মার্কেট এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই সরকার বলেছিল- তারা জনগণের অধিকার ফিরিয়ে দেবে, সেটাই তাদের প্রধান দায়িত্ব ছিল। তবে আমরা সেটার লক্ষণ দেখতে পাচ্ছি না। অথচ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প নেই। গত ১৫-১৬ বছর ধরে ভোটাধিকার বঞ্চিত জনগণও এখন ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছে। রাজনৈতিক দলগুলোও দ্রুত নির্বাচন চায়।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। তার আদর্শ অনুসরণ করেই বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছে।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর, এবিএমএ রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।