দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তা পার সময় সময় ট্রলির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঘোড়াঘাট-গাইবান্ধা সড়কের পাঁচপীর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত শিশু পৌর এলাকার পাঁচপীর গ্রামের রানা মিয়ার ছেলে সিফাত ইসলাম (৫)।
স্থানীয়রা জানান, ঘোড়াঘাট করতোয়া ব্রিজ থেকে ইটবোঝাই একটি ট্রলি আজাদমোড়র দিকে যাচ্ছিল। এ সময় শিশু সিফাত বাড়ির সামনের রাস্তা পার হতে গেলে ট্রলির সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায় এবং ট্রলিটি রাস্তার পাশে উল্টে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম