সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরের পর্যটকবাহী হাউজবোটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩০ মে) রাত ৮টায় উপজেলার অন্যতম পর্যটনস্পট ট্যাকেরঘাট নিলাদ্রী লেকে পাড়ে রাহবার লাক্সারি হাউজবোটের একটি হাউজবোটে এ দুর্ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে কালবেলাকে নিশ্চিত করেন ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব-ইস্পেক্টর আবির দাস।
আবির দাস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাউজবোটের জেনারেটর সিস্টেম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পুলিশ ও স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। এ হাউজবোটে ১২ জন যাত্রী ছিল বলেও জানা গেছে। তবে বোর্ড মালিক বা মাঝিদের সঙ্গে কথা বলে আরও বিস্তারিত বলতে পারবো।
স্থানীয়রা জানায়, হঠাৎ নিলাদ্রী লেক পাড় থেকে একটু দূরে পাড়ে রাখা হাউজবোটে আগুন দেখে সবাই এগিয়ে যায়। এরই মধ্যে হাউজবোটটি পুড়ে ছারখার হয়ে যায়। আগুন অনেক ভয়াবহ ছিল এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
হাউজবোর্ড অনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আতাউর ইসতি কালবেলাকে বলেন, রাহবার লাক্সারি হাউজবোটটি আমাদের রেজিস্ট্রেশনভুক্ত নয়। তারা অন্য এলাকা থেকে এসেছে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন কালবেলাকে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণ আসেনি। পুলিশসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম