আগামী জুনের মধ্যেই পাঁচ সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১৫ মার্চ) সকালে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী জুনের মধ্যে গাজীপুর, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এপ্রিলের মাঝামাঝি সময়ে এসব সিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
এ সময় আগামী সংসদ নির্বাচনে ৭০ থেকে ৮০ আসনে ইভিএমে ভোট নেওয়ার সক্ষমতা রয়েছে বলেও জানান ইসি সচিব।
প্রবাসী ভোটারের বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, প্রবাসীদরের ভোটার করতে ঈদের পর আরব আমিরাতে পাইলট প্রকল্প শুরু হবে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম