পেলে, তিনি বিশ্ব ফুটবলের মহাতারকা। তিনি ফুটবল বিশ্বের অবিসংবাদিত নেতা। তিনি ‘ফুটবলের রাজা’; তিনি ব্রাজিলের মহাতারকা। সেই পেলে দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। কোলন ক্যান্সারের কারণে বিভিন্নসময় চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছে এই ব্রাজিলিয়ান কিংবদন্তিকে।
৮২ বছর বয়সী পেলের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। কেমোথেরাপিতে সাড়া মিলছে না। তাই তাকে প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে নেয়া হয়েছে।
এই মুহূর্তে কোনো চিকিৎসাই আর করছে না এই ব্রাজিলিয়ান কিংবদন্তির শরীরে। যার কারণে পেলেকে এই মুহূর্তে প্যালিয়াটিভ কেয়ারে স্থানান্তর করা হয়েছে। প্যালিয়াটিভ কেয়ার ইউনিট হচ্ছে মৃত্যুপথযাত্রীর কষ্ট উপশমকারী একটি ইউনিট। যেখানে রোগীকে বাঁচিয়ে তোলার কোনো আশাই দেওয়া হয় না। বরং মৃত্যু পর্যন্ত সেই ব্যক্তির কষ্ট কমানোর চেষ্টা চালানো হয়।
পেলেকে প্যালিয়াটিভ কেয়ারে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ব্রাজিলিয়ান গণমাধ্যম ‘ফোলহা ডে সাও পাওলো’।
অবশ্য প্যালিয়াটিভ কেয়ারে নেওয়া মানেই সঙ্গে সঙ্গে মৃত্যু এমন নয়। অনেকক্ষেত্রে লম্বা সময় ১ বছরের মতো বেঁচে থাকতে পারেন অসুস্থ ব্যক্তি।
এদিকে, ফুটবল সম্রাটের সুস্থতা কামনায় প্রার্থনায় বিশ্বজুড়ে ভক্ত-সমর্থকরা। সে তালিকায় আছেন সতীর্থ থেকে শুরু করে বর্তমান ফুটবলাররাও। পেলের জন্য প্রার্থনা জানিয়ে টুইট করেছেন তার সতীর্থ রিভালদো এবং ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেরা।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম